রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার শহরে বাইপাস ও মনু নদীতে সেতু হবে : নৌকার প্রার্থী  

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজার শহরে বাইপাস ও মনু নদীতে সেতু হবে : নৌকার প্রার্থী  

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি গ্রামে নির্বাচনি সভা করেন আ.লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। গত শুক্রবার রাতে বালিকান্দি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় গুজারাই, বালিকান্দি ও চাঁদনীঘাটের আশপাশের হাজারো মানুষ এ সভায় যোগ দেন।  

নির্বাচনি সভায় মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার শহরতলীতে উপযুক্ত স্থানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মনু নদীতে আরেকটি সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে চাঁদনীঘাটে আধুনিক বাস টার্মিনাল ও মৌলভীবাজার শহর বাইপাস সড়ক হয়ে রাজনগর পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের কথাও জানান। 
 
সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আ.লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কানাডা আ.লীগ নেতা সৈয়দ আব্দুল গফফার প্রমুখ।

টিএইচ